ওয়াই-ফাই স্পিড নিয়ে সমস্যা মধ্যে নেই এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া কঠিন। চলুন জেনে নিই ৫টি সহজ উপায়ে ওয়াই-ফাই স্পিড Boost WiFi Speed Easily বাড়ানোর পদ্ধতি। আশা করছি এগুলো অনুসরণ করে আপনি আপনার ওয়াই ফাই ইন্টারনেট গতি বাড়িয়ে নিতে পারবেন কয়েকগুণ।
এর আগে আমার সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনলাইনে বেতন নির্ধারণ নিয়ে আলোচনা করেছিলাম যা পাঠক পর্যায়ে দারুন সাড়া ফেলেছে। সেই নিয়মিত আয়োজনের অংশ হিসেবে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আমাদের আজকের এই আর্টিকেল।
Contents
ওয়াই-ফাই স্পিড
অনলাইন মিটিং বলেন বা ভিডিও ডাউনলোড অথবা প্লে যাই বলেন না কেন ইন্টারনেট স্পিড একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখনকার সময়ে ইন্টারনেট মানুষের জীবনে পার্ট এন্ড পার্সেল হয়ে পড়েছে। বেশিভাগ মানুষ মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করলেও অফিসিয়াল ও প্রোফেশনাল ব্যক্তিবর্গ এবং বাসায় ওয়াই-ফাই নেটওয়ার্ক এর উপর নির্ভর।
ওয়াই-ফাই স্পিড বা গতি স্লো হওয়ার কারণে বিভিন্ন সময় বিড়ম্বনার স্বীকার হতে হয়। অফিসের গুরুত্বপূর্ণ অনলাইন কনফারেন্স বা টিভিতে কোনো লাইভ টেলিকাস্ট এই সবকিছু নিরবিচ্ছিন্ন ভাবে উপভোগ করতে ওয়াই-ফাই স্পিড পর্যাপ্ত পরিমাণে থাকা অত্যন্ত প্রয়োজনীয়।
কয়েকটি সহজ টিপস্ অনুসরণ করলে আপনি নিজেই বাড়িয়ে নিতে পারবেন আপনার অফিস বা বাসাবাড়ির ওয়াই ফাই এর গতি। এই নিয়ে বিস্তারিত নিচে দেওয়া হল।
১. ওয়াই-ফাই চ্যানেল পরিবর্তন

একই ভবনে অনেকে একই চ্যানেল এর ওয়াই ফাই নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট স্লো হতে পারে। একটি অফিসে বা ভবনে আপনি আলাদা আলাদা চ্যানেল এর ওয়াই-ফাই চ্যানেল ব্যবহারের মাধ্যমে এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব।
ওয়াই ফাই রাউটার মূলত নির্ধারিত চ্যানেল বা ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সংকেত পাঠায়। একই চ্যানেল এর ওয়াই ফাই অনেক ব্যবহারকারী থাকলে গতি স্লো হওয়া স্বাভাবিক।
২. খোলা স্থানে ওয়াই-ফাই রাউটার স্থাপন করা

আপনার WiFi Speed Boost করার জন্য বাসার খোলা স্থানে রাউটারটি স্থাপন করুন।
অনেক জিনিসপত্র বা টেবিল এর উপর রাউটার স্থাপন করলে চেয়ার টেবিল বা অন্যন্য আসবাবপত্রের সাথে সিগন্যাল বাঁধাপ্রাপ্ত হয়ে গতি কমে যায়।
আপনার রাউটারটি বাসার খোলা স্থানে অর্থ্যাৎ টেবিল থেকে উপরে এমন যায়গায় স্থাপন করুন যেখানে ওয়াই-ফাই সিগন্যাল সব যায়গায় সমানভাবে প্রেরণ করতে পারে।
কখনো জানালার পাশে রাউটার রাখবেন না। এতে করে ঘরের বাহিরে সিগন্যাল চলে যাবে এর জন্য ঘরের ভেতরে ঠিকমত নেটওয়ার্ক পাওয়া যাবেনা।
৩. ইথারনেট কেব্ল ব্যবহার করে সংযোগ দেওয়া

একটি ওয়াই-ফাই রাউটারের সাথে অনেক ডিভাইস সংযুক্ত থাকলে গতি কমে যায় এবং সঠিকভাবে ডিভাইসগুলো পরিচালনা করা যায়না।
সেই সাথে ওয়্যারলেস সিগন্যাল কম পেলে ডিভাইসগুলোর ওয়্যারলেস রিসিভার অপশনেও সমস্যা তৈরি হতে পারে।
এই ক্ষেত্রে যথাযথ সার্ভিস পেতে আপনাকে ইথারনেট কেব্ল ব্যবহার করে যন্ত্রগুলো সংযোগ দেওয়া উচিত।
এতে করে আপনার ওয়াই ফাই স্পিড ভালো পাওয়া যাবে।
৪. রাউটার অ্যানটেনা দিক পরিবর্তন

রাউটারের অ্যানটেনা এলোমেলোভাবে ব্যবহার করলে এর গতি কমে যায়।
তাই ওয়াই ফাই স্পিড পাওয়ার জন্য এন্টেনা দিক পরিবর্তন করে দিয়ে ভালো স্পিড পাওয়া যাবে।
ওয়াই ফাই রাউটারের একেকটি অ্যানটেনা ৯০ ডিগ্রী কোনো আলাদা আলাদা সিগন্যাল পাঠায়। তাই ভবনের সাইজ বা পরিসর অনুযায়ী অ্যানটেনাগুলো স্থাপন করুন।
৫. ওয়াই-ফাই পরিসর বাড়ানো

বাসা বা অফিস অনেক বড় হলে ওয়াইফাই স্পিড ভালো পাওয়া যায়না। একটি রাউটার ব্যবহার করলে এক্ষেত্রে ইন্টারনেট গতি পাওয়া যায়না।
এবং দেয়ালের কারনেও অন্যন্য রুমে সিগন্যাল সঠিকভাবে পৌছায় না।
এই জন্য ভালো গতির ইন্টারনেট পাওয়ার জন্য আপনাকে প্রত্যেকটি রুমে আলাদা আলাদা রাউটার ব্যবহার ব্যবহার করা উচিত বা উচ্চ গতির রাউটার ব্যবহার করুন।
প্রিয় পাঠক আশা করছি উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে সহজেই আপনার ওয়াই-ফাই স্পিড বাড়ানোর ৫টি সহজ উপায় Boost WiFi Speed Easily করে নিতে পারেন। আরও কিছু জানার থাকলে আমাদের এখানে কমেন্ট করুন। অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।
1 Comment
Pingback: ননএমপিও পদে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের এমপিও প্রদানে সর্বশেষ নির্দেশনা