বর্তমান সময়ে নেটিজেনদের মাঝে সবচেয়ে আলোচিত এআই টুল এর নাম চ্যাটজিপিটি ChatGPT; ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান এর তৈরি করা ওপেন এআই এর একটি টুল চ্যাটজিপিটি সময়ে আলোচনার শীর্ষে অবস্থান করছে।
কি করা যায়না এই চ্যাট জিপিটি দিয়ে। আর্টিকেল রাইটিং থেকে শুরু করে ব্যবহারকারীর যেকোন প্রশ্নের উত্তর দিতে পারে এই টুল। আজকে আমাদের আয়োজন চ্যাটজিপিটি কি এবং কিভাবে ব্যবহার করবেন।
এর আগে আমরা জেনেছিলাম হোয়াটসঅ্যাপ এর ৬টি সুবিধা সবার জানা উচিত নিয়ে। আপনার কাজে আসবে আশা করি। পড়ে না থাকলে এখনি পড়ে নিন।
Contents
চ্যাটজিপিটি – ChatGPT
বিশ্বের বর্তমান ধনকুবের এবং জনপ্রিয় টেক জায়ান্ট কোম্পানীর মালিক ইলন মাস্ক এর একটি প্রতিষ্ঠান ওপেন এআই। Open AI এর একটি নতুন টুল ChatGPT বা চ্যাটজিপিটি।
চ্যাট জিপিটি মূলত এমন একটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট টুল যা দিয়ে আপনি ব্যক্তিগত ও অফিসিয়াল বিভিন্ন প্রয়োজনে আর্টিকেল রাইটিং, বিভিন্ন কোড জেনারেটসহ অনেক কাজ করতে পারবেন।
এটি একটি চ্যাটবট যা আপনার প্রশ্নের ভিত্তিতে সে ব্যবহারকারীকে সকল প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করে। অল্প কয়েকদিনে এটি ব্যবহারকারীদের কাছে এমন জনপ্রিয়তা পেয়েছে যে মাত্র ৫ দিনে এর ইউজার সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।
যেখানে গুগল ও ফেসবুকের এই সংখ্যায় পৌছাতে ০২ বছরের বেশি সময় লেগেছিল। আপাতত সাধারণ মানুষের জন্য টেস্টিং করতে বিটা সংস্করন চালু করেছে খুব শিগ্রই এটি পেইড ভার্সন করা হবে।
চ্যাটজিপিটি ব্যবহার – ChatGPT Use
জনপ্রিয় এই আর্টিফিশিয়াল টুলটি ব্যবহার করার জন্য চ্যাটজিপিটি – ChatGPT এর অফিসিয়াল ওয়েবসাইট openai.com/blog/chatgpt সাইটে প্রবেশ করে Try ChatGPT বাটনে ক্লিক করতে হবে।

অথবা আপনি চাইলে https://chat.openai.com/ এই সাইটে প্রবেশ করে সরাসরি চ্যাটজিপিটি টুল ওয়েব পোর্টালে প্রবেশ করবেন। চ্যাট জিপিটি ফ্রি ভার্সন ব্যবহারের জন্য আপনাকে মাঝে মাঝে অপেক্ষা করতে হবে।
কারন ইউজার বেশি থাকলে এটি ফ্রী ব্যবহারকারীদের জন্য চালু থাকেনা। তাই ইউজার কম থাকলেই আপনি এটি ব্যবহার করতে পারেন।
চ্যাটজিপিটি লগইন করা বা নতুন একাউন্ট তৈরি করা
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় চ্যাটবট এআই টুলটি ব্যবহার করতে আপনার ওপেনএআই একাউন্ট প্রয়োজন হবে। ChatGPT ওয়েব পোর্টালে প্রবেশ করলে আপনার সামনে লগইন অথবা সাইনআপ অপশন আসবে।
ওপেনএআই একাউন্ট থাকলে আপনি লগইন করেই ব্যবহার করতে পারেন অথবা আপনাকে সাইনআপ করতে হবে। সাইনআপ করতে আপনার ইমেইল এবং মোবাইল নম্বর প্রয়োজন হবে।
ওপেনএআই চ্যাটজিপিটি দিয়ে যা যা করা যায়
OpenAI ChatGPT দিয়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। যেমন- ব্লগ পোস্ট, তথ্য অনুসন্ধান, সমস্যা সমাধানে সাজেশন, জার্নাল রাইটিং, সিভি রাইটিং, ইমেইল রাইটিং, প্লাজারিজম চেক;
তুমুল আধুনিক এই অ্যাপ মেসেঞ্জারের মত ব্যবহারকারীর প্রশ্নের বা কমান্ডের ভিত্তিতে রেসপন্স প্রদান করে। এটি খুব দ্রুত ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেয়।
তবে এখনই এই বটের তথ্যের উপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেয়া মোটেই ঠিক হবেনা। কারন এটিতে অনেক এরর পাওয়া যাচ্ছে।
এটি আপনাকে যেই রেজাল্টই দেকনা কেন। আপনি অবশ্যই সেটিকে চেক করে এবং রিচেক করে সিদ্ধান্ত নিবেন। কোথাও এইসব তথ্য ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে।
চ্যাটজিপিটির রয়েছে আকর্ষণীয় কিছু ফিচার। রচনা লেখা থেকে শুরু করে গানের লিরিক্স লেখা, গল্প লেখা, এমনকি কবিতা লিখতেও নির্দেশ দেওয়া যাবে এই চ্যাটবটকে।
চ্যাট জিপিটি কি করতে পারে?
ChatGPT – চ্যাটজিপিটি একটি বড় ল্যাংগুয়েজ মডেল যা লেখা জেনারেট কথা, বিভিন্ন ভাষায় অনুবাদ, বিভিন্ন প্রশ্নের উত্তর এবং টেক্সট শর্ট মানুষের পাঠের উপযোগী করে ব্যবহারকারীকে তথ্য প্রদান করে।
এটি কোনো ভাষা বুঝতে, পাঠ সমাপ্তি করতে এবং অনুভূমি বিশ্লেষণ করার কাজেও ব্যবহার করা যাবে। আপনার যেকোন বিষয়ের ধারনাকে আরও সুদৃঢ় করতে এর ব্যবহার দারুন কাজে দিবে।
ChatGPT ব্যবহার করা কি বৈধ?
চ্যাটজিপিটি সহ অন্যন্য ভাষার এআই মডেল ব্যবহার করা আইনগতভাবে বৈধ। কিন্তু এর ব্যবহারের উপর নির্ভর করে এর আইনগত ভিত্তি নির্ভর করবে। যেমন- আপনি যদি কোনো কিছু কপিরাইট করতে চান তাহলে সেটা অবশ্যই আইনগত বৈধ হবেনা।
আপনাকে এর থেকে তথ্য নিয়ে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যথায় এটি বৈধতা পেলেও ততটা কাজে আসবে বলে মনে হয়না।
2 Comments
Pingback: ভ্রমণে প্রয়োজনীয় ১০ টি অ্যাপ - Fabush
Pingback: ৫ এআই প্ল্যাটফর্ম যা মানুষের কাজ করবে - Fabush