প্রতিনিয়তই উন্নত হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড এর ভার্সন। নতুন ভার্সনের সাথে ডেভলপারদের খাপ খাওয়ানোর জন্য ডিভাইসে যে ধরনের অ্যাপ রাখার অনুমতি দিবেনা গুগল কর্তৃপক্ষ তা জানিয়ে দিয়েছেন। চলুন জেনে নেই ডিভাইসে যে ধরণের অ্যাপ ডাউনলোড করতে দিবেনা গুগল;
জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম google অ্যান্ড্রয়েড ব্যবহার করে পৃথিবীর প্রায় বাঘা বাঘা প্রযুক্তি কোম্পানিগুলো নতুন নতুন মোবাইল ডিভাইস আবিষ্কার করে আসছে। সে সাথে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য গুগল প্লে স্টোরে থাকা অ্যাপ গুলোকে প্রতিনি।য়তই ডেভেলপারদের আপডেট করতে বলা।
সফটওয়্যার গুলো আপডেট থাকলে ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তা নিশ্চিত হয় এবং নতুন নতুন ডিভাইসের সাথে সফটওয়্যার গুলো এডজাস্ট করতে পারে।
- আরও পড়ুনঃ শিশুদের হাতে স্মার্টফোন দেয়ার সঠিক বয়স
ডিভাইসে যে ধরণের অ্যাপ ডাউনলোড করা যাবেনা
আমাদের দৈনন্দিন এর কাজকে সহজ থেকে সহজতর করে দিচ্ছে মোবাইলে অপারেটিং সিস্টেমের বিভিন্ন অ্যাপ। অ্যান্ড্রয়েড গুগল প্লে স্টোরে প্রয়োজনীয় যে রকম সফটওয়্যার রয়েছে সেই সাথে নকল বা ক্ষতিকর অ্যাপ এর সংখ্যাও কম নয়।
এই সকল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সাইবার ক্রাইমের শিকার হয়ে থাকে এবং নানা প্রকার বিরম্বনায় পড়ে থাকে। সেজন্য গুগোল কর্তৃপক্ষ নয় গুগল প্লে স্টোরে থাকা পুরনো কোন সফটওয়্যার ডাউনলোড করার অনুমতি দিবে না ব্যবহারকারীকে।
পুরনো আউটডেড অ্যাপ গুলো ডাউনলোড করাতে বেশি বাড়াবাড়ি করলে গুগল সেই ব্যবহারকারীকে ব্লক করবে বলে জানিয়েছে। এখানে পুরনো অ্যাপ বলতে বলা হয়েছে এন্ড্রয়েড ভার্সন ১২ এর নিচে যে সকল অ্যাপ রয়েছে সে সকল অ্যাপগুলো আর ব্যবহার করা যাবে না।
এবং খুব শীঘ্রই আউটডেটেড এই অ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে ইনস্টলেশন ব্লক করে দেয়া হবে। এতে করে নতুন ভার্সনের নিচে কোন সফটওয়্যার থাকলে সেগুলো প্লে স্টোর থেকে আর নামানোর সুযোগ দিবে না তারা।
গুগলের এই সিদ্ধান্তের কারণ
মূলত ব্যবহারকারীর ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করা এবং ডেভলপারদের সফটওয়্যার আপগ্রেচ করার বিষয়ে গুরুত্ব দেয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল। এর কারণে গুগল তাদের উপস্থিত স্টোর থেকে নিরাপদ ও সুরক্ষিত রাখবে সে সাথে ডেভলপাররাও অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন সম্পর্কে অবগত হবে।
গুগল প্লে স্টোরে সফটওয়্যার ডেভলপারদেরকে সফটওয়্যার নির্মাণের সময় অ্যান্ড্রয়েড ভার্সন ১২ অথবা তার পরের ভার্সনগুলো লক্ষ্য করে সফটওয়্যার নির্মাণ করতে বলা হয়েছে।
প্রাথমিকভাবে গুগল অ্যান্ড্রয়েড ১৪ আপডেট সেই অ্যাপগুলো ব্লক করবে যেগুলো পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য তৈরি করা হয়েছিল।
ব্যবহারকারীদের করণীয়
আপনার অপারেটিং সিস্টেম যদি গুগল অ্যান্ড্রয়েড হয় তবে সেটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবশ্যই ডিভাইসের সফটওয়্যার গুলো আপগ্রেচ করুন। পুরনো সফটওয়্যারের সিকিউরিটি খুব একটা স্ট্রং না হওয়ায় হ্যাকাররা খুব সহজেই এই সকল সফটওয়্যার ব্যবহার করে আপনার সিকিউরিটি নষ্ট করে তথ্য হারিয়ে নিতে পারে।
তাই ডিভাইসে পুরনো কোন সফটওয়্যার রাখবেন না সম্ভব হলে নতুন সফটওয়্যার আপডেট করে নিবেন এবং সেই সাথে প্রয়োজনের অতিরিক্ত সফটওয়্যার রাখা থেকে বিরত থাকুন তাহলে আপনার ডিভাইসের পারফরমেন্স অনেক বেশি বাড়বে।
প্রিয় পাঠক এই ছিল গুগল অপারেটিং সিস্টেমের নেওয়া নতুন সিদ্ধান্তের আলোকে যে সকল আপনার ফোনে রাখবেন না সে বিষয়ে সংক্ষিপ্ত ধারণা। আশা করছি এটি আপনি মেনে চলবেন এবং আপনার ফোনকে নিরাপদ রাখতে পারবেন। এ সংক্রান্ত আরো কোন তথ্য প্রয়োজন হলে আমাদের ফেসবুক পেইজে লাইক এবং ফলো করে মেসেজ করুন অথবা এখানে কমেন্ট করুন।
সূত্র: ইন্ডিয়া টুডে
3 Comments
Pingback: মানসিক দুশ্চিন্তা কমাতে দুটি মোবাইল গেম - Fabush
Pingback: ছাত্র জীবনে টাকা আয় ও ব্যয় ব্যবস্থাপনার কৌশল - Fabush
Pingback: খরচের হিসাব সঠিকভাবে সংরক্ষণের নিয়ম ও প্রয়োজনীয়তা - Fabush