এই সময়ে মোবাইল বা ফোনের ব্যাটারি নিয়ে ভাবেনা এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া মুশকিল। ফোনের ব্যাটারি ভালো রাখতে ৩ টি অভ্যাস গড়ে তুলুন তাহলে গুরুত্বপূর্ণ সময়ে আপনার মোবাইল বা ফোনের ব্যাটারি চার্জ ফুরিয়ে গেলে যে বিড়ম্বনায় পড়তে হয় তা থেকে কিছুটা হলেও মুক্ত থাকতে পারবেন।
সময় যতই যাচ্ছে ততই মোবাইল ফোন প্রযুক্তি উন্নত হচ্ছে। স্মার্টফোন আসার পর থেকেই এর চার্জ ধরে রাখা বা ব্যাটারি ভালো রাখা নিয়ে ব্যবহারকারীদের চিন্তার যেনো শেষ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মোবাইল ফোনের চার্জ ৩ থেকে ৪ ঘন্টার বেশি টিকে না।
মোবাইল ফোনে চার্জ না টেকার পেছনে বর্তমান সময়ের অ্যাপগুলো অনেকাংশেই দায়ী। ভ্রমণে প্রয়োজনীয় ১০ টি অ্যাপ সম্পর্কে জানুন এখান থেকে। তাই পাঠকদের আজকের আয়োজনে জানাবো ফোনের ব্যাটারী ভালো রাখতে ৩ টি অভ্যাস যা ব্যবহারকারীর ফোনের ব্যাটারী ভালো রাখতে এবং চার্জ ধরে রাখতে সহযোগিতা করবে।
Contents
ফোনের ব্যাটারি ভালো রাখা
প্রযুক্তির কল্যাণে এখন প্রায় সবার হাতেই স্মাটফোন। এই ফোনের সব ধরনের সুযোগ সুবিধা থাকায় দুনিয়া যেনো হাতের মুঠোয়। চাইলেই ঘরে বসে তথ্য আদান প্রদান করা যায় অনেক সহজে।
বেশি সুবিধা থাকায় মোবাইল ফোনের ব্যাটারী ফুড়িয়ে যায় দ্রুত এবং অসচেতন ব্যবহারের কারনে মোবাইল ফোনের ব্যাটারী নষ্ট হয়ে যায় এতে আর্থিক ক্ষতিসহ অরিজিনাল ব্যাটারী না পাওয়ায় ফোন অনেক সময় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
কিন্তু ফোন ইউজার কয়েকটি অভ্যাস গড়ে তুলতে পারলে মোবাইল ফোনের ব্যাটারি ভালো রাখতে পারেন এবং দীর্ঘ সময় ফোন ব্যবহার করার বিষয়টি নিশ্চিত করতে পারেন। এর আগে আমরা স্মার্টফোন হ্যাক হওয়া ঠেকাতে ৫টি সতর্কতা নিয়ে আলোচনা করেছিলাম যার ধারাবাহিকতায় আজকের আয়োজন।
ফোনের ব্যাটারি ভালো রাখতে ২০% চার্জ থাকতেই চার্জ করুন
আমরা অনেকেই খেয়ালের ভুলে ইচ্ছায় বা অনিচ্ছায় মোবাইলের ব্যাটারি ০% এ নিয়ে আসি। একদম চার্জ ফুরিয়ে যাওয়ার আগ পর্যন্ত ফোন চার্জ দেইনা। আসলে এটি একটি ভুল পদ্ধতি। আপনার মোবাইলের চার্জ ২০% এর নিচের নামার আগেই পুনরায় চার্জ করে নিন।
ফোনের ব্যাটারি লাইফ বৃদ্ধি করার জন্য অবশ্যই সবসময় চার্জ ৩০% থেকে ৭০% এর মধ্যে রাখুন। এতে আপনার ফোনের ব্যাটারি বাড়বে এবং এই অভ্যাস গড়ে উঠলে আপনি বেশিক্ষণ মোবাইল ব্যবহার করতে পারবেন।

মোবাইল ফোন ঠান্ডা রাখা
যতটা সম্ভব আপনার মোবাইল ফোনটি ঠান্ডা রাখার চেষ্টা করুন। ফোনটি অতিরিক্ত ব্যবহারের কারনে অথবা রোদে বা বালিশের নিচে রাখলে এটি গরম হয়ে যেতে পারে।
তাই ফোনটি ঠান্ডা রাখতে অবশ্যই কখনো বালিশের নিচে রাখবেন না এবং রোদে রাখবেন। ফোন গরম হয়ে যায় এমন কোনো স্থানে ফোনটি না রাখার চেষ্টা করুন।
তাপ দীর্ঘ সময় ধরে ফোনের ব্যাটারির আয়ুকে প্রভাবিত করে। এজন্য ফোন কখনো বালিশের নিচে রাখাও ঠিক নয়। এমনকি রোদেও ফেলে রাখবেন না।

রাতে ফোন চার্জে রেখে দেওয়া থেকে বিরত থাকুন
আমরা অনেকেই মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে গেলে রাতে ফোন চার্জে রেখে রাতে শুয়ে পড়ি। এই কাজটি কখনোই করা উচিত নয়। অতিরিক্ত সময় চার্জে থাকার কারনে ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যায়।
রাতে ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্যাগ করুন। সম্ভব হলে আপনি জেগে থাকা অবস্থায় ফোনটি চার্জ করে নিন। ফুল চার্জ হয়ে গেলে তা সরিয়ে নিন।
দীর্ঘ সময় মোবাইল ফোন চার্জে রাখলে এর ব্যাটারি নষ্ট হয়ে যায়। এই ভুল আর করবেন না। সারারাত ফোন চার্জে লাগিয়ে রাখলে ব্যাটারির ক্ষতি হয় এবং অল্পদিনে নষ্ট হয়ে যায়।
প্রিয় পাঠক আশা করছি উপরের অভ্যাসগুলো আপনি অভ্যস্থ হয়ে গেলে আপনার ফোনের ব্যাটারি লাইফ বেড়ে যাবে। এবং দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
সূত্র: জাগোনিউজ২৪
2 Comments
Pingback: শিশুদের হাতে স্মার্টফোন দেয়ার সঠিক বয়স - Fabush
Pingback: স্মার্টফোনের আসক্তি থেকে বাঁচতে ৭টি কাজ করুন - Fabush