প্রতি বছর দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা প্রকাশ করেছে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট;
ফ্যাবুশ ডট কম এর পাঠকদের জন্য দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকাটি বিস্তারিত দেওয়া হল।
Contents
- 1 ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা
- 2 দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা
- 3 ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা তহবিল গঠন
- 4 তহবিল পরিচালনা ও ব্যবস্থাপনা
- 5 ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রাপ্তির শর্তাবলি
- 6 বাস্তবায়ন প্রক্রিয়া
- 7 ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা বাছাই কমিটি
- 8 বাছাই কমিটির কার্যপরিধি
- 9 ভর্তি সহায়তা প্রদান প্রক্রিয়া
- 10 ভর্তি সহায়তা প্রদানের হার
- 11 ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা সংশোধনী
ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা
দেশের বিভিন্ন প্রান্তে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য সহযোগিতা করতে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক মাধ্যমিক স্তরে ৫,০০০, উচ্চমাধ্যমিক স্তরে ৮,০০০ এবং স্নাতক পর্যায়ে ১০,০০০ টাকা করে এককালীন সহযোগিতা প্রদান করে থাকে।
এই বছরও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ভর্তি সহায়তার আবেদন বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। এই লক্ষ্যে আপনাদের জন্য কিভাবে আবেদন করবেন, কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা নিয়ে আলোচনা করবো।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা
অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের লক্ষ্য। বর্তমানে ট্রাস্টের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
বিশেষ করে, অর্থের অভাবে যে সকল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন না, তাদের ট্রাস্টের অর্থে ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিম্নোক্ত নির্দেশিকা (guideline) জারি করা হলো:
শিরোনাম: এ নির্দেশিকা “দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২০” নামে অভিহিত হবে।
প্রয়োগ ও প্রবর্তন:
ক) এ নির্দেশিকা জারির তারিখ হতে কার্যকর হবে;
খ) ৬ষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এ নির্দেশিকা প্রযোজ্য হবে।
সংজ্ঞা: বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকলে এ নির্দেশিকায়-
ক) ‘বাছাই কমিটি’ অর্থ- আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের লক্ষ্যে এ নির্দেশিকার ৯ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত কমিটি;
খ) ‘আর্থিক সহায়তা’ অর্থ- এ নির্দেশিকায় বর্ণিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে প্রদত্ত আর্থিক অনুদান;
গ) ‘শিক্ষার্থী’ অর্থ – ৬ষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী;
ঘ) আবেদনপত্র’ অর্থ- ট্রাস্ট কর্তৃক আবেদনের নির্ধারিত ফরম;
ঙ) ‘দরিদ্র’ অর্থ- ৬ষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীর মধ্যে যাদের পিতা/মাতা/অভিভাবকের বার্ষিক আয় দুইলক্ষ টাকার কম (বেসামরিক চাকুরীজীবী পিতা/মাতা/অভিভাবকের ক্ষেত্রে ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী গ্রেড ১৩ থেকে ২০);
চ) ‘মেধাবী’ অর্থ পূর্বের শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ ভাগ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী; এবং
ছ) ‘কর্তৃপক্ষ’ অর্থ- প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।
ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা তহবিল গঠন
ট্রাস্টের অর্থে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেয়ার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ট্রাস্টের এফডিআরকৃত অর্থের সুদ/লভ্যাংশের অর্থ থেকে ৫০ (পঞ্চাশ) কোটি টাকা বর্তমানে পরিচালিত (“PMEAT POOR & BRILLIANT STUDENTS ASSISTANCE FUND”) তহবিলে যুক্ত হবে।
পরবর্তীতে প্রাপ্ত যে কোনো অনুদানের অর্থ, দানবীর/সমাজ হিতৈষী কোনো ব্যক্তির আর্থিক অনুদান এবং ট্রাস্ট তহবিলের সুদ/লভ্যাংশের অথ এ তহবিলে যুক্ত হবে।
তহবিল পরিচালনা ও ব্যবস্থাপনা
ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের একক স্বাক্ষরে এ তহবিল পরিচালিত হবে।
আবেদন প্রাপ্তির পর যাচাই-বাছাই করে উপযুক্ত বিবেচিত হলে মাধ্যমিক ও সমমান পর্যায়ে শিক্ষার্থী প্রতি ৫,০০০ (পাঁচ হাজার) টাকা, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে ৮,০০০ (আট হাজার) টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের ১০,০০০ (দশ হাজার) টাকা হারে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।
উক্ত সহায়তার অর্থ এফডিআরকৃত ৫০ (পঞ্চাশ) কোটি টাকার সুদ/লভ্যাংশ থেকে প্রদান করা হবে।
ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রাপ্তির শর্তাবলি
ক) প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সকল সরকারি-আধাসরকারি স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের সকল কর্মচারীর সন্তান আর্থিক অনুদান প্রাপ্তির যোগ্য বিবেচিত হবে :
খ) অন্যান্য ক্ষেত্রে পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় দুইলক্ষ টাকার কম হতে হবে;
গ) প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, অস্বচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তান আর্থিক সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে; এবং
ঘ) গণমাধ্যমে প্রকাশিত/প্রচারিত ‘অদম্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সহায়তা প্রদানের জন্য ট্রাস্ট স্ব- উদ্যোগে ব্যবস্থা গ্রহণ করবে।
বাস্তবায়ন প্রক্রিয়া
ক) শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবেন, সে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন করবেন। আবেদনপত্রের সাথে ‘শিক্ষার্থী মেধাবী’ মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র সংযুক্ত থাকবে;
খ) প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সকল সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীর সন্তানগণ আবেদনপত্রের সাথে অফিস প্রধান কর্তৃক প্রদত্ত পিতা/মাতা/অভিভাবকের বেতনের গ্রেড সংক্রান্ত প্রত্যয়ন সংযুক্ত করবেন। এছাড়া, অন্যান্য শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীর ‘পিতা/মাতা/অভিভাবক দরিদ্র’ মর্মে প্রত্যয়ন সংযুক্ত করতে হবে;
গ) আবেদনকারী ট্রাস্ট কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করবেন;
ঘ) আবেদনকারী সর্বশেষ যে শ্রেণি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার সত্যায়িত নম্বরপত্র সংযুক্ত করতে হবে; এবং
আবেদন প্রাপ্তির পর বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে কর্তৃপক্ষ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা বাছাই কমিটি
আবেদনপত্রসমূহ যাচাই-বাছাইয়ের জন্য নিম্নোক্তভাবে কমিটি থাকবে:
ক) পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
খ) উপ-পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
গ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব পর্যায়ের ০১ জন প্রতিনিধি
ঘ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর উপপরিচালক পর্যায়ের ০১ জন প্রতিনিধি
ঙ) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-র উপপরিচালক পর্যায়ের ০১ জন প্রতিনিধি
চ) মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা-র উপপরিচালক পর্যায়ের ০১ জন প্রতিনিধি
ছ) মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা-র উপপরিচালক পর্যায়ের ০১ জন প্রতিনিধি জ) সহকারী পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট;
বাছাই কমিটির কার্যপরিধি
ক) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সকল আবেদনপত্র নির্দেশিকার আওতায় যাচাই-বাছাই করে আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য যোগ্য ও অযোগ্য শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করা;
খ) কোনো আবেদনপত্রে আবেদনকারী বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের ইচ্ছাকৃত কোনো ত্রুটি পরিলক্ষিত হলে তা তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষ বরাবর সুপারিশ প্রণয়ন করা;
গ) অনিচ্ছাকৃত বা লঘু ত্রুটির ক্ষেত্রে সংশোধনযোগ্য আবেদনপত্রসমূহ চিহ্নিত করে পরবর্তী কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট পেশ করা; এবং
ঘ) ব্যবস্থাপনা পরিচালক প্রতি শিক্ষাবর্ষে অন্তত ০৩টি সভা আহবান করবেন।
ভর্তি সহায়তা প্রদান প্রক্রিয়া
ক) আর্থিক সহায়তার অর্থ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/পিতা-মাতা-অভিভাবক/শিক্ষার্থী বরাবর প্রদান করা হবে;
খ) এ অর্থ অনলাইন/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে; এবং
গ) শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ভর্তি সহায়তার অর্থ বিতরণের প্রমাণক ট্রাস্টে প্রেরণ করবেন।
ভর্তি সহায়তা প্রদানের হার
ক) প্রত্যেক উপজেলা শিক্ষা থানা এলাকায় প্রতি শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও সমমান পর্যায়ের সর্বোচ্চ ০৫ (পাঁচ) জন, একাদশ-দ্বাদশ শ্রেণি ও সমমান পর্যায়ের সর্বোচ্চ ০২ (দুই) জন ভর্তি সহায়তা প্রদান করা হবে; এবং
খ) স্নাতক ও সমমান পর্যায়ের ক্ষেত্রে ১২(ক)-এ বর্ণিত শর্ত প্রযোজ্য হবে না।
ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা সংশোধনী
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ট্রাস্টি বোর্ড প্রয়োজন মনে করলে এ নির্দেশিকার যে কোন অংশ সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধন করতে পারবে।
নির্দেশিকায় কোন বাক্য বা শব্দের অস্পষ্টতা থাকলে বা কোন ব্যাখ্যার প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ব্যাখা প্রদান করবে।
এ নির্দেশিকা জারির তারিখ হতে ইতোপূর্বে জারিকৃত “দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা নীতিমালা, ২০১৫” বাতিল বলে গণ্য হবে।
নিচের ছবিতে ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা দেখুন

মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট কর্তৃক প্রকাশিত ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা দেখুন এবং এই সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে নিচের কমেন্ট বক্সে মন্তব্য করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।
2 Comments
Pingback: অনলাইনে বেতন নির্ধারণ ২০২৩ Online PayFixation 2023 - Fabush
Pingback: ওয়াই-ফাই স্পিড বাড়ানোর ৫টি সহজ উপায় Boost WiFi Speed Easily