নানা কারণে মানুষের দুশ্চিন্তায় থাকতে হয়। চলুন আজকে জানি মানসিক দুশ্চিন্তা কমাতে দুটি মোবাইল গেম সম্পর্কে। অসাধারণ এই গেমগুলো প্রত্যাহিত জীবনে আপনার দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে অনেক সাহায্য করবে এগুলো একবার খেলে দেখা উচিত।
দিনের শুরু থেকে শেষ পর্যন্ত দুশ্চিন্তায় পড়ে না এমন মানুষের সংখ্যা খুবই কম। অফিস, বাসা বাড়ি, স্কুল কলেজ, ব্যবসা-বাণিজ্য সব ধরনের কাজেই মানুষ দুশ্চিন্তা গ্রস্ত হয়ে পড়েন। এইজন্য মেন্টাল রিলাক্সেশনের উপায় খুঁজে বের করার চেষ্টা করেন অনেকে।
যারা ডিভাইসে যে ধরণের অ্যাপ ডাউনলোড করতে দিবেনা গুগল আর্টিকেলটি পড়েন নাই দ্রুত পড়ে নিন। আপনার কাজে আসবে।
মানসিক দুশ্চিন্তা কমাতে অ্যাপ
মোবাইল অপারেটিং সিস্টেমগুলোর অ্যাপ ডেভলপাররা মানুষের দুশ্চিন্তা করতে বিভিন্ন উপায়ে বিভিন্ন ধরনের অ্যাপ ডেভলপ করেছেন যা মানুষের কিছুটা relaxation আনতে পারে। এর মধ্য থেকেই আপনাকে সঠিক একটি খুঁজে নিতে হবে যা আপনার দুশ্চিন্তা কমাবে।
আমাদের পাঠকদের জন্য আমরা এমন দুটি অ্যাপ খুঁজে বের করেছি যেগুলো সাধারণত একটি গেম হিসেবে ব্যবহার করা হয় তবে এগুলো মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে তাদেরকে অনেক বেশি সহযোগিতা করবে।
প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে এবং স্বাভাবিক থাকতে অবশ্যই মানসিক চাপ থেকে মুক্ত থাকা উচিত। এমন কিছু সময় রয়েছে যখন নিজেকে শান্ত এবং স্বাচ্ছন্দ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে।
- আরও পড়ুনঃ ৫ এআই প্ল্যাটফর্ম যা মানুষের কাজ করবে
এমন কিছু মজার গেম অ্যাপ রয়েছে, যেগুলো আপনার মানসিক চাপ কমাবে। সঙ্গে মন এবং মাথা রাখবে শান্ত। কাজের মাঝে কিছু সময় একটু রিল্যাক্স করুন গেমের সঙ্গে। দেখে নিন এমন ২টি অ্যাপ সম্পর্কে-
বিজিওয়েলেড ক্লাসিক – Bejeweled Classic
ইলেকট্রনিক আর্টস অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপারদের তৈরি করা এই মাইন্ড রিলেক্সেশন গেমটি এই পর্যন্ত প্রায় ১০ মিলিয়ন অর্থাৎ ১ কোটির বেশিবার ডাউনলোড করা হয়েছে। মোট ২ লাখ ৬২ হাজার রিভিউ এর মধ্যে এটি রেটিং পেজ পেয়েছে ফোর পয়েন্ট টু এভারেজ।
এর জনপ্রিয়তা থেকেই বোঝা যাচ্ছে এর কার্যকারিতা কতটুকু হতে পারে। Bejeweled Classic গেমটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে এর নাম লিখে সার্চ দিতে হবে অথবা সরাসরি আমাদের এখানে নামের উপরে ক্লিক করলে প্লে স্টোরে চলে যাবেন।

২০১৪ সালের ডিসেম্বরের ১৯ তারিখে রিলিজ হওয়া এই অ্যাপটি android 4.4 এবং উপরের ভার্সনগুলোতে চলবে যা সর্বশেষ জুলাই ১৬, ২০২১ আপডেট হয়েছে।
এটি থ্রিডি গেমগুলোর একটি। এখানে তিনটি বা তার বেশি টাইলসকে মিলাতে হয় এবং অনুভূতি হারে বা উলম্ব আকারে মিলাতে হয়।
Put Them in Right
এটি একটি লোমাক গেম যা আপনাকে ঘরের জিনিসপত্রগুলোকে সঠিক জায়গায় রাখতে বলবে। এই গেমে একটি ঘরের সব কিছু এলোমেলো করে দেওয়া থাকবে যা আপনাকে সঠিক জায়গায় প্লেসমেন্ট করতে হবে।

এই অ্যাপে বিভিন্ন ধরনের মুড রয়েছে। রিলাক্স মোডে সহজ কাজগুলো করতে হয় এবং ইউজডম মোডে অনেকগুলো ধাঁধার উত্তর দিতে হয়। আপনি আপনার ইচ্ছেমত মুড বেছে নিয়ে গেমটি খেলতে পারবেন।
গেমের একটি এলেমেন্ট হচ্ছে বিড়াল যা আপনার পোষা পানির মতোই আপনাকে ভালবাসবে এবং গেম খেলার সময় বিভিন্ন ধরনের আনন্দ দিবে।
এই গেমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যার খেলতে গেলে আপনার দুশ্চিন্তা অনেকভাবে কমে আসবে এবং আপনি আস্তে আস্তে স্বাচ্ছন্দ্যবোধ করতে থাকবেন। মাইন্ড রিল্যাক্সিং পুট দেম ইন রাইট অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
মানুষের দুশ্চিন্তা কমানোর জন্য আরও অনেকগুলো মাইন্ড রিলাক্সিং অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোর সহ সংশ্লিষ্ট অপারেটিং কোম্পানির অ্যাপ স্টোরে। আপনি সেগুলো রিসার্চ করে নিজের ইচ্ছামত ব্যবহার করতে পারেন।