বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা কম নয়। ততখনাৎ মেসেজ এবং ভয়েস কল সহ নানাবিধ সুবিধা পাওয়া যায়। এটি বর্তমান সময়ে বহুল ব্যবহৃত সোস্যাল মিডিয়া সফটওয়্যার। আজ আমরা জানবো হোয়াটসঅ্যাপ এর ৬টি সুবিধা আপনার জানা উচিত 6 Advantage of WhatsApp Uses;
গতপর্বে আমরা আলোচনা করেছিলাম ননএমপিও পদে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের এমপিও প্রদানে সর্বশেষ নির্দেশনা জানিয়েছিলাম। হোয়াটসঅ্যাপ জনপ্রিয় কলিং এবং সরাসরি মেসেজিং এর জন্য প্রবল জনপ্রিয়।
Contents
হোয়াটসঅ্যাপ এর ব্যবহার
বন্ধুসহ পরিবার পরিজনের সাথে এবং অফিসে কলিগদের সাথে বিভিন্ন প্রয়োজনে এখন WhatsApp ব্যবহার করা হয়। নিয়মিত তথ্য আদান প্রদান ও যোগাযোগের ক্ষেত্রে জনপ্রিয় এই সফটওয়্যার এর বেশ কিছু ফিচার রয়েছে যা আপনার হোয়াটসআপ ব্যবহারকে আরও গতিশীল হতে পারে।
আমরা কয়জন হোয়াটসআপ ভিডিও, অডিও কল, চ্যাট ছাড়া অন্যন্য গুরুত্বপূর্ণ ফিচারগুলো জানি। আপনাদের সুবিদার্থে হোয়াটসঅ্যাপ এর ৬টি সুবিধা জানাবো।
চ্যাট পিন করার সুবিধা

জনপ্রিয় এই সফটওয়্যারের জনপ্রিয়তা যত বাড়তে এই অ্যাপে যোগাযোগ তত বাড়ছে। এখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবসহ অনেকেই এখন এই অ্যাপের মাধ্যমে বার্তা প্রেরণ করেন।
দৈনিক অনেক অনেক মেসেজ পাওয়ার কারনে অনেক সময় গুরুত্বপূর্ণ মেসেজ খুজে পেতে কষ্ট হয়। এতে সময় ব্যয় হওয়ার পাশাপাশি তথ্য হারিয়ে যাওয়ার সম্ভবনাও থাকে।
এই বিষয়টি থেকে মুক্তি পেতে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে প্রয়োজনীয় চ্যাট পিন করে নিতে পারেন।
এই জন্য আপনাকে অ্যাপে প্রবেশ করে কাঙ্খিত মেসেজ প্রেরণকারীর নামের উপর লং ট্যাপ করে উপরে আসা পিন আইকনে চেক করে দিতে পারেন।
তাহলে আপনার গুরুত্বপূর্ণ বার্তা প্রেরণকারীর মেসেজ সবসময় আপনার চ্যাট লিস্টে প্রথমে দেখাবে। এতে দরকারী বার্তা সহজে অল্প সময়ে খুঁজে পাবেন।
ভয়েস রেকর্ডিং লক করার সুবিধা
হোয়াটঅ্যাপ ভয়েস রেকর্ড প্রেরণের ক্ষেত্রে অনেকসময় টাচের কারণে সমস্যায় পড়তে হয়। হোয়াটস্অ্যাপে এমন একটি ফিচার রয়েছে যাতে আপনি ভয়েস রেকর্ড পাঠানোর সময় মাইক লক করে রাখতে পারেন এবং রেকর্ড শেষ হলে আপনি ইচ্ছেমত প্রেরণ করতে পারেন।

এই ফিচারটি ব্যবহার করতে আপনি কাউকে ভয়েস রেকর্ড পাঠানোর সময় ভয়েস আইকনে ক্লিক এর ঠিক উপরে আসা লক আইকনে নিয়ে ছেড়ে দিন। তারপর আপনার এখানে ভয়েস রেকর্ড হতে থাকবে।
ভয়েস মেসেজ শোনার সময় স্পীড বাড়ানোর সুবিধা
হোয়াটসঅ্যাপে অনেকেই লম্বা বা দীর্ঘ সময়ের মেসেজ পাঠায়। এই সব ভয়েস মেসেজ শুনতে আমাদের অনেক সময় প্রয়োজন হয়। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ এর ভয়েস শোনার সময় স্পীড বাড়িয়ে দীর্ঘ সময়ের মেসেজ দ্রুত শুনে নিতে পারেন।
এই সুবিধা ব্যবহার করতে ভয়েস বার্তা শোনার সময় ভয়েস রেকর্ডিং এর উপর স্পীড বাড়ানোর আইকন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করলেই দ্রুত ভয়েস মেসেজ শুনতে পাবেন।
হোয়াটসঅ্যাপ মেসেজ ইমেইলে পাঠানো
ব্যবহারকারী চাইলেই এখন হোয়াটসঅ্যাপে পাওয়া যেকোন মেসেজ ইমেইলে সংরক্ষণ করতে পারেন। এর জন্য আপনাকে যেসকল চ্যাট বা মেসেজ ইমেইলে পাঠাতে চান সেটি সিলেক্ট করে থ্রী ডটে ক্লিক করে মোর শেয়ার অপশন নির্বাচন করে ইমেইল নির্বাচন করুন।
এই গুরুত্বপূর্ণ ফিচারটি অফিসে বা ব্যবসায় প্রতিষ্টানে চাকরি করেন বা নিজে ইমেইলে তথ্য আদান প্রদান করতে পছন্দ করেন তাদের এটি খুব কাজে আসবে।
হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার
মার্কেটিং বা মাঠে যারা কাজ করেন অথবা বন্ধুকে আপনার অবস্থান জানানো অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। আপনার ফোনের এই বিশেষ ফিচারটি ব্যবহার করে মুহুর্তেই আপনি ব্যক্তির অবস্থান জানার জন্য অথবা নিজের অবস্থান অন্যকে জানানোর জন্য হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করতে পারেন।
হোয়াটসঅ্যাপের এই ফিচারটি ব্যবহার করার জন্য আপনার ফোনের গুগল ম্যাপ অ্যাপটি চালু করে লোকেশন আইকনে ক্লিক করে শেয়ার অপশন নির্বাচন করে মোর অপশন থেকে হোয়াটসঅ্যাপ নির্বাচন করে কাঙ্খিত ব্যক্তিকে প্রেরণ করুন।
হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যাকআপ রাখা
যেহেতু ব্যক্তিগত ছাড়াও ব্যবসায়িক ও অফিসিয়াল বিভিন্ন কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার হয় সেহেতু অনেক সময় প্রমাণের এর জন্য অথবা ভবিষ্যতে ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের বার্তা বা মেসেজগুলো ব্যাকআপ রাখতে হয়।
যে বার্তাটি সংরক্ষণ করতে হবে, সেটি ট্যাপ করে ধরে রেখে ওপরে থাকা আর্কাইভ আইকন নির্বাচন করলেই সেটি চ্যাট আর্কাইভে সংরক্ষণ করা হবে।
পরবর্তী সময়ে বার্তাটি সংরক্ষণ করতে না চাইলে আর্কাইভ অপশনে ট্যাপ করে বার্তাটি নির্বাচনের পর আন-আর্কাইভ আইকন নির্বাচন করতে হবে।
সূত্র: প্রথম আলো টেক আপডেট
1 Comment
Pingback: চ্যাটজিপিটি ব্যবহার করার কৌশল Tricks to use ChatGPT - Fabush