৫ এআই প্ল্যাটফর্ম যা মানুষের কাজ করবে: প্রতিদিনই উন্নত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি। বিজ্ঞানের এই অগ্রযাত্রায় মানুষের বিকল্প হিসেবে কাজ করবে এআই প্ল্যাটফর্ম গুলো। আজকের আলোচনায় আমরা জানবো পাঁচটি এয়ারি প্ল্যাটফর্ম সম্পর্কে যারা মানুষের বিকল্প হিসেবে কাজ করার জন্য ইতোমধ্যেই নিজেকে প্রস্তুত করে নিচ্ছে।
আজকের আর্টিকেলে আমরা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল আলোচিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি চ্যাটজিপিটি মত আরো কয়েকটি এআই প্রযুক্তি নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকবেন।
Contents
৫ এআই প্ল্যাটফর্ম
নেটিজেনদের কাছে এখন সবচেয়ে আলোচিত এবং কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে কয়েকটি এরাই প্ল্যাটফর্ম। এগুলো হুবহু মানুষের মত কাজ করতে পারে এবং ক্ষেত্রবিশেষে মানুষের বিকল্প হিসেবে কাজ করা সক্ষমতা অর্জন করেছে।
চ্যাটজিপিটির মতো আরো ৫ এআই প্ল্যাটফর্ম নিয়ে আজকে আমরা বিস্তারিত কাভার করার চেষ্টা করব যাতে এই বিষয়ে আপনার ধারণা হয় এবং নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং টেকনোলজি ব্যবহার করে ওপেন এ আই এর নতুন প্রজেক্ট ৪ জিবিটি মানুষের ভাষা বুঝতে পারে এবং সে অনুযায়ী রেসপন্স করতে পারে। যেকোনো প্রয়োজনে আপনি তাকে প্রশ্ন করলেই সে অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করে এই এআই প্রযুক্তি।
অফিসিয়াল চিঠি থেকে ব্লক পোস্ট রাইটিং ও অন্যান্য সকল কিছুরই সমাধান রয়েছে ওপেন এ আই এর চ্যাটজিপিটির কাছে। আপনি চাইলে নিজেও চ্যাটজিপিটি ব্যবহার করার কৌশল Tricks to use ChatGPT ট্রাই করতে পারেন।
ওপেন এআই এর এই প্লাটফর্ম এর মত আরো কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো মানুষের কাজকে ধীরে ধীরে সহজ থেকে সচেতনা করে দিবে সে বিষয়গুলো সম্পর্কে আজকে জানবো।
Krisp.AI – ভয়েস ক্যানসেল করার সফটওয়্যার
কোভিড-১৯ কালীন সময়ে আমাদের বাড়িতে বসে ক্লাস অথবা অফিসিয়াল বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। ভিডিও কনফারেন্স চলাকালীন সময়ে আশেপাশের ভয়েস নয়েসের কারণে বিরক্ত হননি এমন মানুষের সংখ্যা খুবই কম। এমনকি করোনা ভাইরাস চলে যাওয়ার পরেও মানুষের মধ্যে বাসায় বসে কাজ করার অভ্যাসটি বেড়েছে।

অসাধারণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিপস ডট এয়াই মিটিং চলাকালীন সময়ে অবাঞ্ছিত শব্দ থেকে ব্যবহারকারীকে মুক্তি দিতে সক্ষম। Krisp মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে বাইরের যানবাহন থেকে আসা শব্দ, রান্না ঘরের শব্দ ও বাচ্চাদের চেঁচামেচি শব্দ ও ফিল্টার ব্যবহার করে সরিয়ে দিতে পারে।
এই টুলটি ব্যবহার করে ভিডিও কনফারেন্স করলে আপনার অপরপ্রান্তে থাকা অডিয়েন্স কোনভাবেই বাইরের অবাচ্ছিত শব্দ শুনতে পাবে না এবং মনে হবে যেন আপনি পেশাদার স্টুডিওতে বসে ভয়েস দিচ্ছেন।
এটি ব্যাকগ্রাউন্ড ভয়েস, অবস্থিত শব্দ এবং আশপাশের শব্দগুলোকে সরিয়ে ফেলার মাধ্যমে আপনার ভিডিও কনফারেন্স কে করে তুলবে আরও বেশি প্রফেশনাল।
অসাধারণ এই অ্যাপটি ব্যবহার করার জন্য আপনাকে তাদের অফিসিয়াল Krisp.AI ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
ক্লিনভয়েস ডট এআই CleanVoice.AI
সভ্যতার এই সময়ে পডকাস্ট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এখন মানুষ পড়ার চাইতে শুনা এবং দেখাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং স্বাচ্ছন্দ বোধ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে লেখার মত করেই মানুষের লেখা থেকে সরাসরি শব্দ রূপান্তর করা যায় অনেক আগ থেকেই।
ইতোপূর্বে যতগুলো এ আই বয়েস জেনারেটিং টুল রয়েছিল সেগুলোতে আবেগ অনুভূতি তেমন একটা প্রাধান্য ছিল না বা করাও যেত না। এক্ষেত্রে কোন হিউম্যান দিয়ে যদি ভয়েস রেকর্ড করা সম্ভব হয় তাহলে এই সমস্যাটি আর থাকে না।
ক্লিন ভয়েস ডট এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে রেকর্ডিং থেকে অবাচিত শব্দ গুলো ডিটেক্ট করে নিজে নিজেই সেগুলোকে রিমুভ করে দিবে এবং উচ্চারণের বিভিন্ন জড়তা সে নিচ থেকেই সরিয়ে দিবে।
সেই সাথে রেকর্ডিং এ অতিরিক্ত পদ বা বিরতি রিমুভ করে দিতে সহায়তা করে এই প্রযুক্তিটি। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং বাইরের নয়েজ আলাদা করে সনাক্ত করতে সক্ষম। ব্যবহার করতে চাইলে তিন CleanVoice.AI এর ফিচারগুলো দেখুন।

কপি.এআই Copy.AI
আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং, ইমেইল রাইটিং, জার্নাল রাইটিং, প্রোডাক্ট রিভিউ, থেকে শুরু করে যেকোনো ধরনের লেখার ক্ষেত্রে ব্যবহারকারীকে সহযোগিতা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এই টুল কপি ডট এ আই; এটি অনেকটা বর্তমান সময়ের বহুল আলোচিত ওপেন এ আই এর মতোই একটি টুল;

আপনার ইতোমধ্যে লেখা যেকোনো রাইটিং কে আরো বেশি সমৃদ্ধ এবং অপটিমাইজ করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এই প্রযুক্তিটি।
সোশ্যাল মিডিয়া পোস্ট রাইটিং থেকে শুরু করে আর্টিকেল রাইটিং এবং ব্রেন স্টর্মিক এর মত অনেক গুরুত্বপূর্ণ মজাদার কাজ করে দিতে পারে টুল।
এখানে কপি-ডট এ আই এর অফিসিয়াল লিংকটি দেয়া আছে আপনি চাইলে সেটি দেখে নিতে পারবেন এবং নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন।
synthesia.io এআই ভিডিও জেনারেশন প্লাটফর্ম
কেমন হতো যদি শুধু লেখা দিয়ে দিলে আপনার হয়ে কেউ নিজে ভিডিও তৈরি করে সেটি অপটিমাইজ করে একটি সুন্দর প্রেজেন্টেশন তৈরি করে দিবে অথবা সরাসরি নিউজ প্রেজেন্টেশনের মত ভিডিও তৈরি করে দিবে।
ব্যবহারকারীদের এই প্রয়োজন পূরণ করতে সক্ষম সিন্থেসিয়া ডট আই। এখানে স্ক্রিপ্ট আপলোড করে দিয়ে পছন্দ মতো অ্যাবাটের নির্বাচন করে একটি ভিডিও তৈরি করা সম্ভব যা নিজের মতো করে কাস্টমাইজ করে নেয়া যায়।
যারা এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করেন তাদের জন্য এই টুলটি হতে পারে অনেক বেশি কাজের। সেই সাথে ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা বোধ করেন এমন লোকদের জন্যও এটি অনেক বেশি কার্যকরী মনে হবে।
সিনথেসিয়া.এআই ওয়েবসাইটে প্রবেশ করে আরও বিস্তারিত জানতে পারবেন। প্রথমে ফ্রি ট্রায়াল ব্যবহার করে মজা পেলে পরবর্তী ধাপে যাবেন।
SoundRaw এআই মিউজিক তৈরি করার টুল
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুকসহ সকল প্লাটফর্মে কন্টেন্টের সাথে মিউজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমগুলোর স্টুডিওতে যে সকল ফ্রি মিউজিক পাওয়া যায় সেগুলো ব্যবহার করলে কনটেন্টের সাথে খাপ খাওয়ানো মুশকিল হয়ে পড়ে এবং মনমতো হয় না।
সেই সাথে অন্যের মিউজিক ব্যবহার করে ভিডিও তৈরি করলে সেটি তো কপিরাইট খাওয়ার ভয় রয়েছে। কন্টেন্ট নির্মাতাদের এই সমস্যার সমাধান করতে বাজারে এসেছে সাউন্ড ড্র ডট এআই।
অসাধারণ এই প্রযুক্তির মাধ্যমে স্থান কাল পাত্র নির্বাচন করে দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার ভিডিওর সাথে মিল রেখে একটি মিউজিক তৈরি করে দিবে।
এবং এই মিউজিক গুলো হবে ইউনিক এবং আপনার ভিডিওর সাথে এটি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। ব্যবহার করার জন্য তাদের সাইট https://soundraw.io/ এখানে প্রবেশ করুন।
৫ এআই প্ল্যাটফর্ম এর সারসংক্ষেপ
প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে মানুষের প্রয়োজনীয়তা কে সহজ করে তুলতে আরো অনেকগুলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল নির্মাণ করা হচ্ছে। এই মেশিন লার্নিং টুলগুলো একটা সময় মানুষের সবগুলো চাহিদা অল্প সময়ের মধ্যে পূরণ করতে সক্ষম হবে সেই সাথে মানুষের বিকল্প হিসেবে কাজ করতে সক্ষম হবে।
তবে প্রযুক্তির অতিরিক্ত স্বয়ংক্রিয় কাজ করার সক্ষমতা মানুষের ক্রিয়েটিভিটি কে অনেকটা নষ্ট করে দিতে পারে বলে অনেকেই ধারণা করছেন। আপনাকে অবশ্যই নিজের ক্রিয়েটিভিটি এর দিকে যথেষ্ট নজর দিতে হবে।
আশা করছি আমাদের আজকের এই আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগেছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন
1 Comment
Pingback: মাধ্যমিক ১২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে 'টোটাল ফিটনেস প্রোগ্রাম (TFP)' বাস্তবায়ন